তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২১, ০৩:৫৭ পিএম

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত ১১

তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা নিহত ও ২ জন আহত হয়েছেন। কুগার হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের পাশে বিধ্বস্ত হয়। সবশেষ স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের। এটি তাতভান শহর থেকে পাশের বিনগল প্রদেশে যাচ্ছিল।

তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীদের মধ্যে নয়জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।নিহতদের মধ্যে তুর্কি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তুরস্কে প্রাণহানিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা।

এর আগে, ২০১৭ সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ সেনা প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Link copied!