তুরস্কের নির্বাচন: প্রাথমিক ফলে এগিয়ে আছেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৩, ০৫:৪২ এএম

তুরস্কের নির্বাচন: প্রাথমিক ফলে এগিয়ে আছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার (১৪ মে) স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এগিয়ে আছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিকদারোগলোর ৩৪ দশমিক ৭৯ শতাংশের চেয়ে প্রেসিডেন্ট এরদোয়ান ৫৯ দশমিক ৩৪ শতাংশ এগিয়ে আছেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে দেশজুড়ে মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। নির্বাচনে প্রত্যেক ভোটার দুটি ভোট দিয়েছেন–একটি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এবং আরেকটি পার্লামেন্টের সদস্য নির্বাচনের জন্য।
 
নির্বাচনে এরদোয়ানসহ প্রেসিডেন্ট প্রার্থী মোট তিনজন। বাকি দুজন হলেন কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।

তুরস্কের নির্বাচনসংক্রান্ত আইন অনুযায়ী, ভোটের দিন রাত নয়টা পর্যন্ত ফলাফল নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ নিষিদ্ধ।

তবে তার্কিশ সুপ্রিম ইলেকশন বোর্ড স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নির্বাচনের ফলাফল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, নির্বাচনে বিকেল সাড়ে ৪টা নাগাদ ৮৫ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে।

Link copied!