দনবাসে রুশ হামলায় ৬০ জন নিহতের আশংকা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২২, ০৬:০৪ পিএম

দনবাসে রুশ হামলায় ৬০ জন নিহতের আশংকা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরের একটি স্কুলে রুশ বোমা হামলায় অন্তত ৬০ জন নিহতের আশংকা করা হচ্ছে। রুশ বোমা থেকে বাঁচতে বিলোহোরিভকা গ্রামের ওই স্কুলে ৯০ জনের মতো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।   

ওদিকে, ইউক্রেনের মারিউপুলের আজাভস্টালের ঘাটি থেকে সব বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন এবং রাশিয়া। জাতিসংঘ এবং রেডক্রসের যৌথ তত্ত্বাবধানে গত এক সপ্তাহ ধরে ঘাটিটিতে আটকা পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে অভিযান চলছিলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ঘাটিটি থেকে ৩০০ শর মতো বেসামরিক নাগরিককের উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের অন্যান্য এলাকাগুলোতে সহজে সাফল্য পেলেও মারিউপুলের এই আজাভস্টাল ঘাটিটির নিয়ন্ত্রণ নিতে বেশ বেগ পেতে হচ্ছে রুশ সৈন্যদের। চারিদিক দিয়ে রুশ সৈন্যরা ঘাটিটি ঘেরাও করে মুহুর্মুহু বোমা ফেলছে। 

এর আগে বৃহস্পতিবার আজাভস্টালের ওই ঘাটি থেকে ৫শ মতো বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের উচিত ওই ঘাটিতে থাকা ইউক্রেনের সৈন্যদের রুশদের কাছে আত্মসমর্পণ করতে বলা। তবে ইউক্রেনের বিতর্কিত আজাব ব্যাটালিয়ানের সৈন্যরা বলেছে, যুদ্ধ চালিয়ে যাবেন তারা। ৯ মের আগেই মারিউপুলের বাকি অংশ রুশরা দখল করে নিতে পারে বলেই খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

 

Link copied!