রাহুল গান্ধীকে লালুর পরামর্শ

দাঁড়ি বড় না করে বিয়েটা সেরে ফেলুন, এখনও সময় আছে

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২৩, ০৫:০৩ পিএম

দাঁড়ি বড় না করে বিয়েটা সেরে ফেলুন, এখনও সময় আছে

সংগৃহীত ছবি

ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সাবেক সভাপতি ও মোস্ট এলিজাবেল ব্যাচেলর রাজনীতিক রাহুল গান্ধীকে বিয়ে করার উপদেশ দিয়েছেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের(আরজেডি) সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।   

শুধু তা-ই নয় ভারতের প্রধান বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের  সামনে বিয়ের জন্য রাহুলকে কিছুটা চাপ দিতেই দেখা গিয়েছে আরজেডি প্রধানকে। পাশাপাশি রাহেুলকে দাঁড়িটা বড় না রেখে ছেটে ফেলার পরমর্শ দিয়েছেন এই প্রবীণ নেতা।  

গতকাল  শুক্রবার বিহারের রাজধানী শহর পাটনায় ভারতের বিজেপিকে ঠেকাতে বিরোধী জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণ এবং বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করতে শুক্রবার পাটনায় ওই বৈঠকে বসেন ভারতের বিরোধী দলগুলোর নেতা-নেত্রীরা।

এদের মধ্যে  পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কাশ্মীরের মেহবুবা মুফতি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনসহ এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, এমনকি কমিউনিস্ট নেতারাও উপস্থিত ছিলেন। আরও ছিলেন বিহারের জেডিইউ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও।

সম্প্রতি দেশব্যাপী শেষ হওয়া ‘ভারত জোড়ো’ কর্মসূচির প্রশংসা ও অভিনন্দন জানিয়ে লালু প্রসাদ যাদব বলেন“গোটা দেশ জুড়ে এই যাত্রা করে খুব ভাল করেছেন। কিন্তু রহুলজি এ বার বিয়েটা করেই ফেলুন। এখনও বিয়ের বয়স খুব বেশি পেরোয়নি। আমার কথা শুনুন। বিয়েটা করে নিন।”

৫৩ বছর বয়সী অকৃতদার রাহুল গান্ধীকে ভারতের অন্যতম যোগ্য সুপাত্র বলেই মনে করা হয়। দেশের প্রয়াত প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর পুত্র, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৌত্র আবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপৌত্র। যে কংগ্রেস দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সেই পরিবারের শেষ প্রজন্ম তিনি। স্বাভাবিক ভাবেই সুযোগ পেলেই তাঁর বিয়ের কথা ওঠে। ভারত জোরো যাত্রার সময়ও উঠেছিল। এই জানুয়ারিতেই বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন রাহুল। ওইসময় রাহুল বলেছিলেন, যোগ্য মেয়ে পেলে নিশ্চয়ই বিয়ে করবেন।

সংবাদ সম্মেলনে প্রবীণ আরজেডি নেতা রাহুলকে বলেন, “আপনার মা ( সোনিয়া গান্ধী) আমাকে বলেছিলেন, আপনি তাঁর কথা শোনেন না। বিয়ের জন্য উনি আমাকেই রাজি করাতে বলেছিলেন আপনাকে।”

রাহুলকে কিছুটা স্নেহের সুরেই লালু প্রসাদ আরও বলেন, “আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাবো।” এর পরেই জবাবে রাহুল বলেন, “আপনি যখন বলে দিয়েছেন, তখন বিয়েও হয়েই যাবে।”

শুক্রবার লালু যখন রাহুলের সঙ্গে কথা বলছেন, তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকেও যোগ দিতে দেখা যায় সেই আড্ডায়। নীতীশ বলেন, “রাহুলজি তাঁর যাত্রার সময় দাড়ি রাখতে শুরু করেছেন দেখেছেন কি?” জবাবে লালু বলেন, “এ বার দড়িটা ছেঁটে ফেলুন। নীতীশজি ও চান আপনি হালকা দাড়ি রাখুন।” অবশ্য রাহুলকে দাড়ি নিয়ে উপদেশ দিতে গিয়ে আরও এক জনের দাড়ির প্রসঙ্গ টেনে এনেছেন লালু। বিরোধী ঐক্যের বৈঠকের ফাঁকে তাঁকে বলতে শোনা যায়, “দাড়িটা বড় করবেন না। আমি ঠিক বুঝতে পারি না নরেন্দ্র মোদীও কখনও নিজের দাড়ি কাটেন না কেন !”

Link copied!