ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে শুনানী শুরু হয়েছে পেরুর প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোর বিরুদ্ধে। দেশটির অ্যাটর্নির অফিস জানিয়েছে, এটি পেরুর ইতিহাসে প্রথম, যেখানে একজন বর্তমান প্রেসিডেন্টের বিচার চলছে।
শুক্রবার এ সংক্রান্ত অভিযোগের শুনানীতে কাঠগড়ায় দাড়াঁতে হয় পেড্রোকে। বিভিন্ন সরকারী কাজের চুক্তি থেকে একটি অংশ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পেড্রো এবং তার দলের কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকজন ব্যবসায়ীকেই কমিশন নিয়ে কাজ বন্টন করেছেন তিনি। পেড্রোরে সাবেক যোগাযোগমন্ত্রী জুয়ান সিলভা এবং অন্যান্য আরও ৬ জন আইনপ্রণেতার বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চলছে।
পেড্রো যখন আদালতে যাচ্ছিলেন তখন পেরুর রাজধানী লিমার ঐতিহাসিক ডাউনটাউন শহরে যানযট লেগে যায়। যদিও ঘোড়ায় এবং গাড়িতে বসা নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার চাদরে ঘেরা ছিলেন তিনি।
টুইটার বার্তায় পেড্রো লিখেছেন, অভিযোগ, চলমান বিতর্ক এবং আইনের প্রতি শ্রদ্ধা জানাতে কাঠগড়ায় দাঁড়ানোকেই তিনি শ্রেয় মনে করেছেন। এখন পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্নীতি এবং অর্থ পাচারের মামলায় পেরুর ৬ জন প্রেসিডেন্টের কারো বিচার হয়েছে, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন এবং তদন্ত হয়েছে।