দুর্নীতির মামলায় সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। দেশটির করাপ্ট প্র্যাকটিস ইনভেস্টিগেশন ব্যুরো (সিপিআইবি) বিবৃতিতে জানা গেছে, প্রথমবারের মতো দেশটির পরিবহন মন্ত্রী এস ঈশ্বরানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দেশটির এই মন্ত্রীকে গ্রেপ্তারের পরপরই জামিনে মুক্তি দেওয়া হয়।
তদন্তের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি সিপিআইবি। বিশ্বের বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এ নগররাষ্ট্র বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটির সরকারের শীর্ষ পদে দুর্নীতির ঘটনা বিরল।
দুর্নীতি রোধে দেশটির বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের তুলনায় মন্ত্রীদের বেশি বেতন দেওয়া হয়। দুর্নীতি তদন্তে ব্যবসায়ী ওংয়ের নাম প্রকাশ হওয়ার পর পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে আসে।
ওং হোটেল প্রপার্টিজ লিমিটেডের (এইচপিএল) ব্যবস্থাপনা পরিচালক। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইচপিএলের বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে।
শুক্রবার সিঙ্গাপুর এক্সচেঞ্জের কাছে পাঠানো এক নথিতে সংস্থাটি বলেছে, অং-কে সিপিআইবির পক্ষ থেকে ‘গ্রেপ্তার নোটিশ’ পাঠানো হয়েছিল। পরে তাকে জামিন দেওয়া হয়েছে।
দেশটিতে সাধারণত গ্রেপ্তারকৃতদের পাসপোর্ট জব্দ করা হয়। কিন্তু অং-কে শুক্রবার সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা বলেছে, তারা প্রত্যেকটি মামলার ওপর ভিত্তি করে বিদেশ সফরে যাওয়ার অনুরোধ বিবেচনা করে।
চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পরিবহনমন্ত্রী এস ঈশ্বরানকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন।