দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ১১:৩৯ এএম

দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন তিনি। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুর্নীতির অভিযোগে সেবাস্তিয়ান কুর্জের পিপলস পার্টির (ওইভিপি) মালিকানধীন বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় অস্ট্রিয়ান পুলিশ। এরপরই কুর্জসহ তার দলের ৯ সদস্যের ওপর পদত্যাগের চাপ শুরু হয়। 

এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সেবাস্তিয়ান কুর্জ। কুর্জের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে একটি ট্যাবলয়েডে ইতিবাচক খবর ছাপাতে চেয়েছিলেন তিনি।  

চলতি সপ্তাহে সেবাস্তিয়ান কুর্জসহ তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। এরপরই অস্ট্রিয়ান কোয়ালিশন সরকারের অন্যতম সহযোগী দল দ্য গ্রিনস কুর্জের বিরোধিতা শুরু করে। দলটি অস্ট্রিয়ার বিরোধী দলের সঙ্গে বৈঠক শুরু করে। কুর্জের পদত্যাগের আগে অস্ট্রিয়ান বিরোধী দলগুলো আগামী সপ্তাহে চ্যান্সেলরের দুর্নীতির ইস্যুতে আস্থা ভোটের হুমকি দিয়েছিল। 

এদিকে কুর্জের পদত্যাগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল গ্রিনস। এর পাশাপাশি অস্ট্রিয়ান ভাইস চ্যান্সেলর ওয়ার্নার কগলারও কুর্জের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

Link copied!