এপ্রিল ৫, ২০২৩, ১০:২২ পিএম
দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্কে না থাকা সৌদি আরব ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসতে চলেছেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা। চীনের রাজধানী বেইজিংয়ে গত ১০ মার্চে সই হওয়া এক চুক্তির মধ্য দিয়ে দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দুই দেশ। দুই মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবার বৈঠকের জন্য ওই বেইজিংকেই বেঁছে নিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) চীনের আমন্ত্রণে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।
এর আগে, গত ১০ মার্চ চীনের এক শীর্ষ কূটনীতিকের মধ্যস্থতায় বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই হয়। চুক্তির শর্ত অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসার কথা ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বৈঠকে বসছেন আবদুল্লাহিয়ান ও ফয়সাল বিন ফারহান।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা চালিয়ে আসছিল ইরান ও সৌদি আরব। ২০১৬ সালে সৌদি আরবে এক শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করা এবং এর প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।