নাইজেরিয়ায় বন্দুকধারীরা একটি বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সোকোতো প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ওই বন্দুকধারীরা স্থানীয়ভাবে দস্যু বলে পরিচিত, যারা গত বছরও সহিংস হামলা চালিয়েছে গ্রামবাসীদের ওপর এবং দেশটির উত্তরাঞ্চলে একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করেছিল।
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলী বোরনো প্রদেশের পুলিশের মুখপাত্র সানুসি আবুবাকার জানান, বাসটিতে আগুন দেওয়ার সময় ২৪ যাত্রী ছিলেন। আর সাত যাত্রী আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করা স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিলো। এর দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনার উপায় নেই। তারা নারী ও শিশুসহ অন্তত ৩০ জনের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন।