নারী দিবসে রাজপথে মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৬:২২ পিএম

নারী দিবসে রাজপথে মমতা

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। প্রতি বছরই এই দিন মিছিল করেন তৃণমূল নেত্রী। রাজ্যে নারীরা সুরক্ষিত নন, দেশে নারীদের ওপর অত্যাচার বেড়েছে- নারী সুরক্ষা নিয়ে এ অভিযোগ তুলে বার বারই বিজেপির প্রতি অভিযোগ জানান তিনি। এই মিছিলের মধ্য দিয়ে মমতা গেরুয়া শিবিরকে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থিতালিকায় ৫০ শতাংশ নারী রেখেছে তৃণমূল।

গতকাল রবিবার ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবির মমতা এবং তৃণমূলের উদ্দেশে একের পর এক অভিযোগের তীর ছুঁড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কটাক্ষের সুরে বলেছেন, তৃণমূলের ‘খেলা শেষ’ হবে, এ বার ‘আসল পরিবর্তন’ হবে বাংলায়।

ব্রিগেডে যখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর ছোঁড়া হচ্ছে। সে সময় শিলিগুড়িতে পেট্রোল, জ্বালানি এবং রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন মমতা।

প্রথম দফার ভোটের আগে ১৩ মার্চ থেকে জেলা সফর শুরু করবেন মমতা। অন্য দিকে, ১২ মার্চ থেকে মিঠুন চক্রবর্তীও রাজ্যে প্রচার শুরু করবেন বলে শোনা যাচ্ছে। রবিবারই ব্রিগেডের মঞ্চে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি। যোগ দিয়েই তিনি হুঙ্কার ছুড়েছেন, ‘আমি বেলেবোড়াও নই, ঢোরাও নই। আমি জাতগোখরো। এক ছোবলেই ছবি।’ অর্থাৎ ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন সেই বার্তাই দিয়ে দিয়েছেন।

সূত্র: আনন্দবাজার।

Link copied!