নিজেদের সব মিগ-২৯ বিমান ইউক্রেনকে দিয়ে দেওয়ার ঘোষণা পোল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ১০:৪০ পিএম

নিজেদের সব মিগ-২৯ বিমান ইউক্রেনকে দিয়ে দেওয়ার ঘোষণা পোল্যান্ডের

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে নিজেদের বহরে থাকা সব যুদ্ধবিমান মিগ-২৯ দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। স্থানীয় সময় বুধবার রাজধানী ওয়ারশতে সফররত ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা এ ঘোষণা দেন।  

খবর ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর পোল্যান্ডে জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক সফর। সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন কোনো যুদ্ধবিমান কেনেনি দেশটি। ফলে রাশিয়ার অব্যাহত আক্রমণে দেশটির বিমানবাহিনী এখন প্রায় বিমানশূন্য। এ অবস্থার পরিবর্তনে যুদ্ধের শুরু থেকে মিত্র দেশগুলোর কাছ কাছে  যুদ্ধবিমান চাইছে ইউক্রেন। ইউক্রেনের আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে পোল্যান্ড। 

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা বলেন, “ইউক্রেনকে প্রথম দিন থেকে সাহায্য করছেন তারা, ভবিষ্যতেও করবেন। প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়া হবে। 

 

প্রসঙ্গত,পোল্যান্ড এর আগে ইউক্রেনকে ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোভিয়েত আমলের সব থেকে কার্যকর যুদ্ধবিমানগুলোর একটি এই মিগ-২৯। যদিও সোভিয়েত পতনের পর নিজেদের অস্ত্র উন্নত করা বন্ধ রাখেনি রাশিয়া। তাদের কাছে এখন আছে সু-২৭, সু-৩০, সু-৩৩, সু-৩৪ এবং অত্যাধুনিক সু-৩৫। এ ছাড়া সম্প্রতি সার্ভিসে এসেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-৫৭। 

Link copied!