পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২১, ২০২২, ০৯:৩৯ পিএম

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি তার পদত্যাগপত্র দেশটির প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দ্রাঘি তাঁঁর পদত্যাগপত্র জমা দেন।

একদিন আগেই তার সরকারের তিনটি দল আস্থা ভোটে তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। এরপরেই প্রেসিডেন্ট সার্জিও মাতারেলাকে বিষয়টি জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধান গত ১০ বছরের মধ্যে ইতালির ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

Link copied!