পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০১:০৭ এএম

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৭ নভেম্বর) নদীয়ার ফুলবাড়ি এলাকায় শববাহী একটি গাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সৎকার করতে লরিতে করে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন তার আত্মীয়রা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশা থাকায় চালক ঠিকমতো দেখতে পারেনি বলে ধারণা করছে স্থানীয়রা।

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। মৃতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৭ জন নারী ও  এক শিশু রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ।

Link copied!