পশ্চিমা দেশগুলো থেকে আরও ভারী অস্ত্র পাচ্ছে ইউক্রেন: ন্যাটো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৩, ০৪:১৫ এএম

পশ্চিমা দেশগুলো থেকে আরও ভারী অস্ত্র পাচ্ছে ইউক্রেন: ন্যাটো প্রধান

প্রচণ্ড সংঘর্ষের পর রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের সোলেদার শহর দখলের পর পশ্চিমা দেশগুলো থেকে কিয়েভ আরও ভারী অস্ত্র পাচ্ছে বলে জানিয়েছেন উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট (ন্যাটো) প্রধান জেনারেল জেনস স্টলটেনবার্গ।

রয়টার্সের খবরে বলা হয়, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে কয়েক মাস আগে থেকেই ইউরোপের ব্রিটেন, জার্মানিসহ বেশ কয়েকটি দেশের কাছে ট্যাংকসহ ভারী অস্ত্র সহায়তা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এতদিন এবিষয়ে নীরব থাকলেও চলতি মাসের শুরুতে জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান পাঠানোর ঘোষণা দেয় ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র।আর ইউক্রেনের সোলেদার শহর রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর গত শনিবার কিয়েভকে ১৪টি চ্যালেঞ্জার-২ ভারী ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য।

গতকাল রবিবার ন্যাটোপ্রধান জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, “নিজেদের সুরক্ষার জন্য তাদের সাঁজোয়া যান, কামান ও ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে মিত্রদের কাছে জানিয়েছে ইউক্রেন। কিয়েভের আহবানে সাড়া দিয়ে পশ্চিমা দেশগুলো ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ করতে রোজি হয়েছে।”

জেনস স্টলটেনবার্গ আরও বলেন, “সম্প্রতি ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার যে প্রতিশ্রুতি এসেছে, তা গুরুত্বপূর্ণ। আর আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের আরও অস্ত্র দিয়ে দেশটিকে সহায়তা করা হবে।”

‘ইউক্রেনে বিশেষ অভিযান ভালোই চলছে’

এদিকে, পূর্ব ইউক্রেনের সোলেদার শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবির কয়েকদিন পর গতকাল রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মস্কোতে একটি রুশ টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে পুতিন বলেন, “ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান ভালোই চলছে। সবকিছু পরিকল্পনা মতোই হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী প্রধানের নির্দেশ অনুযায়ী চলছে। কোথাও কোনো সমস্যা নেই।”

তিনি বলেন, ‘যুদ্ধে একটি ইতিবাচক গতি এসেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। আশা করি, আমাদের যোদ্ধারা আরও বহুবার এভাবেই আমাদের খুশি করবেন।” তবে সোলেদার দখলে মস্কোর দাবি নাকচ করেছে কিয়েভ।

রাশিয়ার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো ও চাঙ্গা মন্তব্য করে ওই সাক্ষাতকারে পুতিন আরও বলেন, “শত্রুরা যেমনটা কল্পনা করেছিল তার চেয়েও ভালো আছে দেশের অর্থনীতি এমনকি আমরা যেমনটি কল্পনা করেছিলাম তারচেয়েও ভালো অবস্থা রয়েছে।” 

‘পশ্চিমাদের পাঠানো ট্যাংক আগুনে পুড়বে’

অন্যদিকে, রুশ বাহিনীর্ বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে ব্রিটেন যেসব ট্যাংক পাঠাতে যাচ্ছে সেগুলো আগুনে পোড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। যুক্তরাজ্য ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক ইউক্রেনে পাঠানোর কথা জানানোর পরিপ্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভেএমন হুঁশিয়ারি দিলেন।

পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়াবিরোধী লক্ষ্য পূরণে ব্যবহার করছে উল্লেখ করে পেসকভ আরও বলেন, “ইউক্রেনের ট্যাংক এখনো ধ্বংস করা হচ্ছে। পোল্যান্ড, যুক্তরাজ্য থেকে নতুন করে এলে, সেগুলোও ধ্বংস করে দেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”

Link copied!