পাকিস্তান সেনাবাহিনী নিয়ে ইমরান খান যা বললেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৪:১৫ পিএম

পাকিস্তান সেনাবাহিনী নিয়ে ইমরান খান যা বললেন

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে নেতিবাচক কিছু না বলতে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তান সেনাবাহিনী না থাকলে দেশটি তিন টুকরো হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার রাতে পিটিআইযের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযো্গ মাধ্যম লাইভে দেওয়া বিশেষ ভাষেণে ইমরান খান এসব কথা বলেন। এ ভাষণটি অন্তত ১৬ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

সেনাবাহিনী পাকিস্তানের ইমরান খানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তবে শত্রুপক্ষ এই শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠানটিকে দুর্বল করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ শরিফ এবং আসিফ আলি জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ যখন বিদেশ ছিলেন তখন তিনি সেনাপ্রধানকে আক্রমণ করেছেন। বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে।” এসময় সেনাবাহিনী না থাকলে এ মুহূর্তে পাকিস্তান তিন টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেন ইমরান খান। 

যুবকদের উদ্দেশ্যে সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশের যুবকরা যদি ‘বিদেশি ষড়যন্ত্র’ মেনে নেয়, তবে ভবিষ্যতে পুরো প্রজন্ম ধনী দেশের ভিসা পেতে চাইবে। যদি এ সরকারের মতো দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে, তা হলে কোনো ভবিষ্যৎ নাই।”

দুর্নীতির বিষয়ে ইমরান বলেন, প্রতিষ্ঠানের কিছু ক্ষেত্র দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে, পুরো প্রতিষ্ঠান নয়। কেউ একজন ভুল করলে তার মানে এই নয় যে, পুরো প্রতিষ্ঠানই দোষী। এ ছাড়া প্রতিষ্ঠানে এক-দুজন ব্যক্তি কিছু ভুল করলে, তাদের কাজের জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয়।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কে নিজের মতামত প্রকাশ করার পাশাপাশি এ ভাষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন ইমরান।

Link copied!