পাকিস্তানে জাতীয় নির্বাচন কবে জানালেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২৩, ০৪:৫২ পিএম

পাকিস্তানে জাতীয় নির্বাচন কবে জানালেন শাহবাজ শরিফ

সংগৃহীত ফাইল ছবি

আসছে ১৪ আগস্ট বর্তমান সরকারের শেষ দিন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আগামী অক্টোবর বা নভেম্বরে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘোষণা দেন।

ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই যে, আগামী ১৪ আগস্ট হতে যাচ্ছে বর্তমান সরকারের শেষ দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অক্টোবরে বা নভেম্বরে যথাসময়েই নির্বাচন হবে। তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও ডন’র প্রতিবেদনে বলা হয়, ভাষণে শাহবাজ শরিফ বলেন,“দেশ চালানোর জন্য পবিত্র দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। দেশের  কল্যাণে কাজ করার জন্য তিনি এসেছিলেন। এসময় তিনি আরও বলেন,  “আমরা আগস্টে আমাদের তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা হস্তান্তর করব।”

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, প্রতি পাঁচ বছর পরপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন নির্বাচনের আগে ম্যান্ডেটসহ একটি ‘অরাজনৈতিক’ সরকারকে ক্ষমতায় বসানো হয়। তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নির্বাচন। বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১৩ আগস্ট। ২০১৮ সালের ১৮ আগস্ট হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। ক্ষমতায় আসেন শাহবাজ সরকার।

Link copied!