পাতাল রেলে গোলাগুলির পর পেন্টাগন লকডাউন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২১, ০৪:৩৫ পিএম

পাতাল রেলে গোলাগুলির পর পেন্টাগন লকডাউন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতরের একেবারে নিকটে একটি পাতাল রেলওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনায়  মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন লকডাউন করে দেওয়া হয়েছে। স্থানীয় মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয় পাতাল রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি এলাকায় গোলাগুলি হয়। এ সময় কর্তৃপক্ষ ওয়াশিংটনের আরলিংটনের কাছে পেন্টাগনের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

এদিকে, আরলিংটন কাউন্টি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে‘র খবরে বলা হয়, গোলাগুলির ঘটনায়  ফায়ার সার্ভিস কর্মীরা বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তবে তারা গুলিবিদ্ধ কিনা সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, ট্রানজিট সেন্টারে একটি ঘটনার কারণে পেন্টাগনকে লকডাউনের মধ্যে রাখা হয়েছে। তবে ঘটনাস্থল এখন সুরক্ষিত রয়েছে।  

গুলির ঘটনার পর পেন্টাগনের অফিসিয়াল টুইটারে বলা হয়, পেন্টাগন ট্রানজিট সেন্টারে একটি ঘটনার পর পেন্টাগনে লকডাউন জারি করা হয়েছে। জনগণকে এই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এই সংক্রান্ত আরো তথ্য দ্রুত জানানো হবে।

পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সির মুখপাত্র ক্রিস লেহম্যান বলেন, ‘এলাকাটি নিরাপদজনক না হওয়ায় জনগণকে এই এলাকা থেকে দূরে থাকাথাকতে একটি আবেদনও করা হয়েছে।’ গোলাগুলিরপেন্টাগন সিটির মধ্যে যান চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে বলেও ওই মুখপাত্র জানান।

 

সূত্র: এএফপি, ইউএসএ টুডে

 

Link copied!