পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৮:৪৭ পিএম

পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানে এখন পর্যন্ত বড় কোনো শহর দখল করতে পারেনি রুশ সেনারা। কিছু শহর থেকে পিছুও হটেছে তারা। বিভিন্ন দেশ ও সংস্থা বলছে, যুদ্ধে রাশিয়ারই বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে তারা বহু সেনা হারিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন ক্ষমতাচ্যুত হবেন।

শনিবার পোল্যান্ড সফরকালে দেওয়া এক ভাষণে এসব মন্তব্য করেন বাইডেন। এদিন ওয়ারশর রয়্যাল ক্যাসেল থেকে দেওয়া ভাষণে বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, “ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার কথা ভাববেন না।”

বক্তব্যের শেষ পর্যায়ে বাইডেন বলেন, “ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না। ঈশ্বরের দোহাই, এই লোক (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবে না।”

পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তন চাইছেন না।

এদিকে জো বাইডেনের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রুশ ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “পুতিনের ক্ষমতায় থাকা বা না থাকার ব্যাপারে জো বাইডেন সিদ্ধান্ত নেন না। রাশিয়ার প্রেসিডেন্টকে রুশ নাগরিকরাই নির্বাচিত করে।”

Link copied!