পুতিনের বিরুদ্ধে আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা মানি না, মস্কোর প্রতিক্রিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৩, ১০:১৬ এএম

পুতিনের বিরুদ্ধে আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা মানি না, মস্কোর প্রতিক্রিয়া

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানায় রাশিয়ার কিছু আসে যায় না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো।  

গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আইসিসির আদেশ মানতে রাশিয়া বাধ্য না। কারণ তারা এ আদালতকে মানে না।

প্রসঙ্গত, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে  গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আইসিসির অভিযোগে বলা হয়েছে, পুতিন ও মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক নির্বাসিত করেছে।  

আইসিসি আরও জানায়, এটি বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে যে, অভিযুক্তরা ইউক্রেনের ভূখণ্ড থেকে জোরপূর্বক বেআইনিভাবে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ার ভূখণ্ডে স্থানান্তরের পেছনে দায়দায়িত্ব বহন করছে।

 

প্রসঙ্গত, জাতিসংঘের একটি তদন্ত দলের প্রতিবেদন প্রকাশের পরই পুতিনের বিরুদ্ধে আইসিসি ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।  আইসিসির অভিযোগ, ইউক্রেন হত্যা, ধর্ষণ, নির্যাতন, শিশু অধিকার হরণসহ বড় বড় অপরাধ করেছে রাশিয়া।

Link copied!