পুতিনের সঙ্গে ফ্রান্স এবং জার্মান নেতার ৮০ মিনিটের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২২, ০৬:২১ পিএম

পুতিনের সঙ্গে ফ্রান্স এবং জার্মান নেতার ৮০ মিনিটের ফোনালাপ

ইউক্রেনে চলমান যুদ্ধ ধামাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি। পুতিনের সঙ্গে প্রায় ৮০ মিনিটের দীর্ঘ ফোনালাপে এ অনুরোধ জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যাঞ্ছেলর উলাফ শুলজ। ইউরোপের শীর্ষ এই দুই নেতা অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে রুশ সৈন্যদের রাশিয়ায় ফিরিয়ে নিতে পুতিনকে অনুরোধ জানান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ওই ফোনালাপে যুদ্ধ বন্ধে কিয়েভের সঙ্গে আলোচনায় রাশিয়াও ইচ্ছুক রয়েছে বলে পুতিন জানিয়েছেন। তিন নেতার এ আলোচনায় মারিউপোলের আজাভস্টাল থেকে আটক হওয়া ২৫শ ইউক্রেনিয়ান সৈন্যকে মুক্তি দিতে পুতিনের প্রতি আহবান জানানো হয়।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কার্যত কোন সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশ। রাশিয়ার হামলার পর থেকে ইউক্রেনে অর্থসহ অস্ত্র সহায়তা বাড়িয়ে দিয়েছে পশ্চিমারা।

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রুশ হামলায় ২৫ হাজার কিলোমিটার সড়ক, কয়েকশ ব্রিজ এবং ১২টি ইউক্রেনিয়ান বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া ১শ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫শ হাসপাতাল এবং ২শ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডিনিস শেমিহাল এসব তথ্য জানিয়ে রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে  বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। রাশিয়া জানিয়েছে এখন পর্যন্ত এ যুদ্ধে ইউক্রেনের ১৩শ মতো রুশ সৈন্য নিহত হয়েছে। এমন অবস্থায় রুশ বাহিনীতে শক্তি বাড়াতে সৈন্য নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে কমিয়ে আনার কথা জানিয়েছে রাশিয়া। 

Link copied!