পুতিনের সমালোচক নাভালনির মৃত্যুর আশঙ্কা চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ১০:০০ পিএম

পুতিনের সমালোচক নাভালনির মৃত্যুর আশঙ্কা চিকিৎসকদের

রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনি  চিকিৎসার অভাবে ‘যে কোনও সময় মারা যেতে পারেন’ বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

তার  হৃৎপিণ্ডের স্পন্দন সংক্রান্ত জটিলতা ও রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জীবন সংকটে আছেন রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি।

দুর্নীতির দায়ে দণ্ডিত নাভালনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে পোকরভ শহরের একটি কারাগারে আছেন।

সম্প্রতি নাভালনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভাসিলিয়েভা, হৃদরোগ বিশেষজ্ঞ ইয়ারোস্লাভ আশিখমিনসহ চারজন ডাক্তার।

শনিবার (১৭ এপ্রিল) ইয়ারোস্লাভ আশিখমিন তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আমাদের রোগীর অ্যারিথমিয়ার সমস্যা সম্প্রতি বেড়েছে। যে কোনো মুহূর্তে এটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং তিনি মারা যেতে পারেন। দীর্ঘদিন ধরে অনশন করায় তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে।

আনাসতাসিয়া বলেন, একজন মানুষের রক্তে পটাশিয়ামের মাত্রা ৬ শতাংশ হলেই তাকে জরুরিভিত্তিতে চিকিৎসা দেওয়া প্রয়োজন। নাভালনির রক্তে পটাশিয়ামের মাত্রা বর্তমানে ৭ দশমিক ১ শতাংশ।

তিনি আরও বলেন, কারো রক্তে এই পরিমান পটাশিয়ামের উপস্থিতি থাকলে তার মূত্রাশয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার এক বক্তব্যে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নাভালনির চিকিৎসা ব্যাপারে একজোট হয়ে আওয়াজ তোলা উচিত। বাইডেন নাভালনির সাথে করা ক্রেমলিনের আচরণকে ‘পুরোপুরি অমানবিক’ বলেও উল্লেখ করেন।  

সূত্র: দ্য টেলিগ্রাফ,বিবিসি।

 

Link copied!