পৃথিবীর প্রবীণতম নারী জাপানে, বয়স ১১৯

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০১:৫৩ পিএম

পৃথিবীর প্রবীণতম নারী জাপানে, বয়স ১১৯

এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী জাপানের কানে তানাকা পৃথিবীর প্রবীণতম নারী। তিনি পা রেখেছেন ১১৯ বছরে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২ জানুয়ারি কানে তানাকার নাতির মেয়ে জুনকো তানাকা টুইটার পোস্টে তার প্রমাতামহীর ১১৯ বছরে পা রাখার সংবাদ জানান। সেই হিসেবে কানে তানাকা পৃথিবীর প্রবীণতম জীবিত নারী।

জুনকো তানাকা টুইটারে লিখেন, “বিশাল প্রাপ্তি। (কানে তানাকা) ১১৯ বছরে পৌঁছেছেন। আশা করি, তিনি আনন্দের সঙ্গে জীবন কাটাবেন।”

১৯০৩ সালে জন্ম নেওয়া কানে তানাকার বিয়ে হয় ১৯ বছর বয়সে। তার স্বামী ছিলেন চালের দোকানদার। কানে তানাকা ১০৩ বছর বয়স পর্যন্ত সেই দোকানে কাজ করেছিলেন।

Link copied!