প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য উন্মোচন করলেন দুই ছেলে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২১, ১১:০৩ এএম

প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য উন্মোচন করলেন দুই ছেলে

উন্মোচন করা হলো প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য। বৃহস্পতিবার (১ জুলাই) কেনসিংটন প্যালেসের সানকেন বাগানে প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মদিনে এই ভাস্কর্য উন্মোচন করলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

বিবিসি জানায়, প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেসে হয় জন্মদিনের অনুষ্ঠান। এ সময় ডায়ানার একটি ভাস্কর্য উদ্বোধন করেন দুই ভাই। এর আগে দুই ভাইয়ের সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের এপ্রিলে পিতামহ প্রিন্স ফিলিপের মৃত্যুর পর।

রাজপ্রাসাদ ছেড়ে যাওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ছেড়ে ইংল্যান্ডে আসলেন প্রিন্স হ্যারি। ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।

মা ডায়ানার স্মরণে দুই ভাই বলেন, ‘তার ভালোবাসা, শক্তি, বৈশিষ্ট্য আমাদের মনে আছে। নিজের গুণাবলী দিয়ে তিনি বিশ্বজুড়ে কল্যাণের শক্তিতে পরিণত হয়েছিলেন। অগণিত মানুষের জীবন বদলে দিয়েছিলেন তিনি। প্রতিদিনই আমাদের মনে হয় তিনি এখনও আমাদের সঙ্গে আছেন’। নতুন উন্মোচন করা ভাস্কর্য মায়ের জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

১৯৯৭ সালের আগস্টে নিহত হন প্রিন্সেস ডায়ানা। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হলেও বিষয়টি নিয়ে অনেক মিথ প্রচলিত রয়েছে। অনেকে বলেন, রাজপরিবারের নিয়ম নীতির তোয়াক্কা না করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার কারণে রাজপরিবারের দ্বন্দ্বের শিকার হয়েছেন প্রিন্সেস ডায়ানা। অবশ্য এ বিষয়ে কোন প্রমাণ দিতে পারেনি কেউ।

Link copied!