ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি, নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ০৩:৩৬ এএম

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি, নিহত ৩

ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন। নিহত অপর দুজনের একজন ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তা ও অপরজন অজ্ঞাত পুরুষ।

রবিবার ওই হামলার পর কুইজোন সিটি পুলিশের প্রধান রেমুস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগাকে হত্যার জন্যই ওই হামলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

মেয়ের সমাবর্তনে যোগ দিতে আতেনেও ডি ম্যানিলা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন রোজ ফুরিগা। আতেনেও ডি ম্যানিলা ফিলিপাইনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি।

গুলির ঘটনার পরপরই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ তাড়া করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Link copied!