ফেসবুক ও ইন্সটাগ্রামে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ০৫:২১ পিএম

ফেসবুক ও ইন্সটাগ্রামে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

টানা দুই বছর পর সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল ফেসবুক ও ইন্সটাগ্রামের প্রধান প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার মেটা কোম্পানি এমনটি জানিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

এর আগে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর পর সেই অ্যাকাউন্টগুলো আবার ফিরে পেতে যাচ্ছেন ট্রাম্প।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদরা কি বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে।’

তবে ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ট্রাম্প যেহেতু পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই তার দল রিপাবলিকান পার্টি কয়েক দিন ধরে মেটাকে চাপ দিচ্ছিল তার অ্যাকাউন্টটি সক্রিয় করে দেওয়ার জন্য।

Link copied!