নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যে বন্দুকধারী ডাকাতদের গুলিতে স্বেচ্ছাসেবক পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের প্রধান ও পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকারের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নাইজেরিয়ার পুলিশ বাহিনী এই হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সহিংসতা বলে উল্লেখ করেছে।
পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকার রয়টার্সকে বলেন, “তাদের দলটি রবিবার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু এই পরিকল্পনা কোনোভাবে জেনে যাওয়ার পর ডাকাতরা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের ঘিরে ফেলে এবং বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হয়েছেন।”
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে দেশটির কেবিতে একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়।