বাইডেনও বললেন রাশিয়ার সঙ্গে খারাপ সময় যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২১, ০৮:৫৯ পিএম

বাইডেনও বললেন রাশিয়ার সঙ্গে খারাপ সময় যাচ্ছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার জো বাইডেনও বললেন, রাশিয়ার সঙ্গে খারাপ সময় যাচ্ছে যুক্তরাষ্ট্রের। পুতিনের সঙ্গে আসন্ন বৈঠককে সামনে রেখে উক্তিটি করলেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচিত হবার পর আগামী বুধবার প্রথম মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের শক্তিশালী এই দুই দেশের নেতা।

বাইডেন বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক সর্বনিম্ন বিন্দুতে ঝুলে আছে।

রাশিয়ার প্রেসিডেন্টের উক্তি প্রসঙ্গে জি৭ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, 'সে ঠিক বলেছে, সম্পর্ক তলানিতে ঠেকেছে।'

কিন্তু এর জন্য রাশিয়াকে দায়ী করলেন এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলাসহ এমন বেশ কিছু ইস্যুতে ক্রেমলিনের আচরণের কারণেই সম্পর্ক এমন অবস্থায় গিয়েছে। সাইবার আক্রমণের জন্য সরাসরি পুতিনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, 'আমি নিরীক্ষা করে দেখেছি। সকল গোয়েন্দা সংস্থার প্রতিবেদন রয়েছে আমার কাছে। সে (পুতিন) এই কার্যাবলীর সঙ্গে জড়িত ছিলো ... এ বিষয়টি আমি নিশ্চিত করতে পারি। কে প্রেস কনফারেন্সে ভালো করতে পারে এর কোন প্রতিযোগিতা চলছে না। পরস্পরকে বিব্রত করার মধ্যেও কোন লাভ নেই। আমাদের সম্পর্ক বেশ স্পষ্ট করে বলার জন্যই এ কথাগুলো জানাচ্ছি।'

জেনেভায় আগামী বুধবার বাইডেন এবং পুতিন বৈঠকে বসবেন। এই বৈঠকের আহ্বান জানান বাইডেন নিজেই। বাইডেন জানান, এই বৈঠকে সাইবার আক্রমণ, ইউক্রেন ইস্যুতে ক্রেমলিনের অবস্থান, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ এবং পুতিনের বিরোধী দলীয় নেতাকে জেলে রাখার বিষয়ে আলোচনা হবে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক বেশ স্পষ্ট করতেই এই বৈঠকে বসছেন বলে জানান তিনি।

সূত্র: ব্লুমবার্গ

Link copied!