বাইডেনের কড়া মন্তব্য, পুতিনের বিদ্রুপাত্মক জবাব

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২১, ০২:৪৮ এএম

বাইডেনের কড়া মন্তব্য, পুতিনের বিদ্রুপাত্মক জবাব

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের বিদ্রুপাত্মক জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিন বলেছেন, যে যেমন সে অন্যকেও তেমন ভাবে। বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী, আলেক্সি নাভালনি এবং পুতিনের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের বিষ প্রয়োগের আদেশ দেওয়ায় পুতিনকে ‘খুনী’ বলা যায় কি-না এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেছিলেন, আমিও তাই মনে করি।

সে সময় বাইডেন ‘পুতিনের কোনো হৃদয় নেই’ বলেও কটাক্ষ করেন। তিনি ২০২০ সালের নভেম্বরের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করায় পুতিনকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেন। তবে ক্রেমলিন বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।

বাইডেনের এমন কথার প্রতিক্রিয়ায় পুতিন বৃহস্পতিবার বলেন, আমার মনে আছে- শৈশবে যখন খেলতে খেলতে তর্ক করতাম, তখন বলতাম- ‘যে যেমন সে অন্যকেও তেমন ভাবে।’ এটি কিন্তু কেবল বাচ্চাদের রসিকতা নয়। এটি চিরন্তন সত্য একটি কথা।

এ যেন পরোক্ষভাবে বাইডেনকে খুনী বললেন পুতিন। পুতিনের কথা অনুযায়ী, তিনি যদি খুনী হন তবে বাইডেনও খুনী।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা সবসময়ই নিজেদের মতো করে অন্যদের ভাবতে পছন্দ করি। ফলস্বরূপ, আমরা নিজেদের মতো করেই কোনও ব্যক্তির কাজ মূল্যায়ন করি এবং তাকে নিয়ে মন্তব্য করে বসি। যেহেতু বাইডেন নিজেই স্বীকার করেছেন যে আমরা একে অপরকে খুব ভালো করেই চিনি তারপর আমার বলার আর কিই বা থাকতে পারে। আমি শুধু বলব, সুস্থ থাকুন। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি এটা কোনোরকম রসিকতা করে বলছি না।

বাইডেনের ওই সাক্ষাৎকারের পর রাশিয়া মার্কিন-রুশ সম্পর্কের ভবিষ্যত নিয়ে জরুরি পরামর্শের জন্য যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছেন। সেই মতো অ্যানাতলি অ্যান্তোনভ শনিবার ওয়াশিংটন ছাড়বেন বলে জানা গেছে।

সূত্র : আলজাজিরা

 

Link copied!