ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেনিয়ার পশ্চিমাঞ্চলে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুন) রাতে দেশটির কেরিচো এবং নাকুরু শহরের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আলজাজিরার প্রতিবেদনে জানা যায়।
কেরিচো অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি বাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অন্তত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
ট্রাকটি অন্তত ৬টি যানবাহনকে ধাক্কা দেয় তারপর পথচারীদের ওপর উঠে যায় বলে জানিয়েছে কেনিয়া রেড ক্রস।
নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় আমার হৃদয় চূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত।
উল্লেখ্য, কেনিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। গত বছর মধ্য কেনিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ৩৪ জনের মৃত্যু হয়।