বিজেপির প্রার্থী তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২১, ০৪:৫০ পিএম

বিজেপির প্রার্থী তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম নেই আলোচিত অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। সম্প্রতি মিঠুন কলকাতার ভোটার হওয়ার পর থেকেই বিজেপির প্রার্থী তালিকায় মিঠুনের নাম থাকার জল্পনা শুরু হয়। ধারণা করা হচ্ছিল কাশীপুর-বেলগাছিয়া বা চৌরঙ্গি কেন্দ্রের যে কোনও একটিতে ভোটে লড়তে পারে মিঠুন। কিন্তু সেই জল্পনা সত্যি হল না।

রাসবিহারি আসনে মিঠুনকে মনোনয়ন দেয়ার কথা শোনা যাচ্ছিল। তবে সেখানে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে।গুরুত্বপূর্ণ সময়ে কাশ্মিরের দায়িত্ব সামলেছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছে চৌরঙ্গি, কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী করা হয়েছে যথাক্রমে দেবব্রত মাঝি ও শিবাজী সিংহ রায়কে। গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মতুনা সম্প্রদায়ের প্রতিনিধি সুব্রত ঠাকুরকে।

আলিপুরদুয়ার কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীকে কেন্দ্র বদলে নিয়ে আসা হয়েছে বালুরঘাটে। পাহাড়ের তিন আসনেই একক ভাবে প্রার্থী দিয়েছে বিজেপি। ওই তিনটি আসনে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি। পাহাড়ে ‘বন্ধু’-দের জন্য তিন আসন ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত ইটাহার কেন্দ্রে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন অমিতকুমার কুণ্ডু।

একনজরে দেখে নেওয়া যাক বিজেপির ঘোষিত ১৩ আসনের প্রার্থী হলেন কারা:

কালিম্পং – শুভ প্রধান, দার্জিলিং-নিরজতামাং জিম্বা, কার্শিয়াং-বিষ্ণুপ্রসাদ শর্মা, করণদিঘি – সুভাষ সিংহ, ইটাহার – অমিতকুমার কুণ্ডু, বাগদা – বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তর- অশোক কীর্তনিয়া, গাইঘাটা – সুব্রত ঠাকুর, বালুরঘাট – অশোক লাহিড়ী, রাসবিহারী- সুব্রত সাহা, বহরমপুর – সুব্রত মৈত্র, চৌরঙ্গি – দেবব্রত মাঝি, কাশীপুর-বেলগাছিয়া – শিবাজী সিংহ রায়।

সূত্র: আনন্দবাজার।

Link copied!