আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি বাজারে বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।বুধবার দেশটির রাজধানী কিনশাসার একটি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানির এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, বুধবার সকালের দিকে ভারি বৃষ্টিপাতের সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসা-বাড়ি এবং বাজারে পড়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে এই কোম্পানি।
নিহতদের মধ্যে ২৪ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এদের বেশিরভাগই ওই মার্কেটের নারী ব্যবসায়ী বলে জানা গেছে।
কঙ্গোলিজ প্রধানমন্ত্রী সামা লুকোন্ডে টুইটারে বলেছেন, “বাজে আবহাওয়ার কারণে একটি ফেজ কন্ডাক্টর বিচ্ছিন্ন হওয়ার পর মাতাদি-কিবালা বাজারে ভয়ানক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন। আমি ভুক্তভোগী পরিবারগুলোর গভীর কষ্ট বুঝতে পারছি। আহতদের জন্যেও আমার সমবেদনা রয়েছে।”
তবে কঙ্গোর জাতীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, তারের কিছু অংশে বজ্রপাত হয়েছিল, যার ফলে এটি মাটিতে পড়েছিল। সংস্থাটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা