বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক, দাবি বাম গণতান্ত্রিক জোটের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৯:২৬ পিএম

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক, দাবি বাম গণতান্ত্রিক জোটের

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন ওষ্ঠাগত। তার ওপর বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরো দুর্বিসহ করে তুলবে। নেতৃবৃন্দ বলেন, সরকারের দুর্নীতি ও ভুলনীতির দায় সরকার জনগণের কাঁধে চাপাচ্ছে। জনগণ কেন এই দায় বহন করবে?

নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া বন্ধ করার দাবি জানান। একইসাথে বিদ্যুৎ খাতে দুর্নীতি ভুলনীতি পরিহারের দাবি জানানো হয়।

বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হকের পক্ষ থেকে এই বিৃতি দেওয়া হয়েছে।

Link copied!