আফগানিস্তানে তিন ভাষায় ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। একই অভিযোগ করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাও।
বিবিসি কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তান তাদের উজবেক, পার্সি এবং পাস্তো ভাষার বুলেটিন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
আফগানদের অনিশ্চয়তা এবং সংকটের মধ্যে এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক জানিয়ে বিবিসি আরও জানায়, আফগানদের স্বাধীন সাংবাদিকতা থেকে বঞ্চিত করা উচিত নয়।
বিবিসি’র পক্ষ থেকে আরও বলা হয়, ৬০ লাখেরও বেশি আফগান বিবিসি'র স্বাধীন ও পক্ষপাতহীন সাংবাদিকতার গুণগ্রাহী ছিলেন। তারা এখন সেই সাংবাদিকতা থেকে বঞ্চিত হবেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার সম্প্রচারও বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। আফগান মিডিয়া কোম্পানি মবি গ্রুপকে উদ্ধৃত করে জার্মান সংবাদসংস্থা ডিপিএ এ তথ্য জানিয়েছে।ডিপিএ জানায়, তালেবান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর ভয়েস অফ অ্যামেরিকার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হামিদ হাম্মাদও বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, বিবিসি নিউজ বুলেটিন সম্প্রচার বন্ধ করে দেওয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের জাতিসংঘ মিশন।
প্রসঙ্গত, তালেবান প্রশাসনের নির্দেশ আসার আগে বিবিসি প্রতিদিন আফগান স্টেশনে আধঘণ্টা পাস্তো ভাষার বুলেটিন প্রচার করাসহ সপ্তাহে ৫ দিন ১৫ মিনিটের উজবেক এবং সপ্তাহে ৫ দিন দৈনিক ৬০ মিনিটের পারসি ভাষার প্রোগ্রাম সম্প্রচার করত।