বিশ্ব ঐতিহ্যের তালিকায় নতুন নাম

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২১, ১০:৩৮ পিএম

বিশ্ব ঐতিহ্যের তালিকায় নতুন নাম

বিশ্বের বেশ কয়েকটি স্থান নতুন করে বিশ্ব তিহ্যের তালিকায় নাম লেখাল। এর মধ্যে রয়েছে স্পেনের মাদ্রিদের ঐতিহাসিক প্যাসিও ডেল প্রাদো এবং এল রেট্রিরো পার্ক, ট্রান্স-ইরানিয়ান রেলওয়ে এবং দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রামাপ্পা মন্দির। রবিবার(২৫ জুলাই)এই স্থান গুলোকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত করেছে ইউনেস্কো।

স্পেনের রাজধানীর কেন্দ্রে অবস্থিত দুপাশে গাছের সারি বিশিষ্ট প্যাসিও ডেল প্রাদোতে প্রাদো যাদুঘর অবস্থিত, এর সঙ্গে রয়েছে শহরের সবচেয়ে ব্যস্ততম পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু রেট্রিরো পার্ক। এই পার্কটি মূলত ১৭শ শতকে রাজা চতুর্থ ফিলিপের ব্যক্তিগত ব্যবহারের জন্য বানানো হয়েছিলো।

ক্যাস্পিয়ান সাগরের উত্তর-পূর্বের সঙ্গে দক্ষিণ পশ্চিমের আরাবিয়ান গালফকে সংযুক্ত করা ট্রান্স-ইরানিয়ান রেলওয়ের পুরো পথজুড়ে রয়েছে নদী, বন, সমতল রাস্তা, পাহাড় এবং চারটি ভিন্ন জলবায়ু অঞ্চল। ট্রান্স-ইরানিয়ান রেলওয়ে নতুন বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। বিশ্বের ৪৩টি দেশের কনট্রাক্টর এবং ইরান সরকারের যৌথ সহযোগিতায় ১ হাজার ৩৯৪ কিলোমিটারের এই দীর্ঘ রেলওয়ে নির্মাণ করা হয়। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯২৭ সালে এবং শেষ হয় ১৯৩৮ সালে। ১৭৪টি দীর্ঘ ব্রিজ, ১৮৪টি ছোট ব্রিজ, ২২৪টি টানেল, ১১টি স্পাইরাল টানেল এই রেলপথের অর্ন্তভূক্ত। বিদেশী বিনিয়োগ ও নিয়ন্ত্রণ এড়াতে জাতীয় আয়কর দিয়ে এই রেলপথ নির্মাণ করা হয়েছিলো।

দক্ষিণ ভারতের তেলেঙ্গানার রামাপ্পা মন্দিরের পুরো অংশই প্রাচীন কারুকাজখচিত। মন্দিরটি তৈরি হয়েছে ১২১৩ খ্রিস্টাব্দে। প্রধান স্থপতি রামাপ্পার নামে মন্দিরটির নামকরণ করা হয়। এটি তৈরিতে সময় লেগেছিলো ৪০ বছর । মন্দিরটি তৈরি করতে এমন ইট ব্যবহার করা হয়েছে যা কিনা কখনো পানিতে ডোবে না।

এরআগে শনিবার সৌদিআরবের হিমা সাংস্কৃতিক এলাকা, ইউরোপের গ্রেট স্পা টাউন, ফ্রান্সের কর্ডউয়ান বাতিঘর, ও জার্মানির মাথিলদেনহোয়ি ডার্মস্টাডড এবং চীনের প্রাচীন কোয়াংজু বন্দর দেশটির ৫৬তম স্থান হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লেখায়।

গত সপ্তাহে লিভারপুল ওয়াটারফ্রন্টকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেয়া হয়, এর আশেপাশে অতিরিক্ত অবকাঠামো, নতুন ফুটবল স্টেডিয়াম তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

সূত্র: ট্রাভেলডটকম।

Link copied!