এরপর রাশিয়ার দিকে তাকানোর আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ১১:০১ এএম

এরপর রাশিয়ার দিকে তাকানোর আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে

ইউক্রেনে যুদ্ধ চলার মধ্যেই সারমাত নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম দাবি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এরপর তাদের চোখে চোখ রাখার আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে।

স্থানীয় সময় ২০ এপ্রিল সফলভাবে চালানো সারমাত রাশিয়ার পারমাণবিক শক্তি ও অস্ত্রের মধ্যে নতুন সংযোজন। এই নতুন অস্ত্রটির আছে  উচ্চগতি ও উচ্চক্ষমতা। এটি সকল আধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না বলে দাবি করেন পুতিন। 

রুশ নেতা আরও  বলেন, “এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি রুশ  বাহিনীর শক্তি আরও বাড়াবে। বাইরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার কারণ  হয়ে দঁড়াবে।

সারমাত অনেক বেশি বিধ্বংসী-পুতিন

রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্রকে এত দিন ‘শয়তানের অধিপতি’ হিসেবে উল্লেখ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলি। রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে এটি অন্যতম। রাশিয়ার হাতে শব্দের চেয়েও দ্রুতগামী কিনঝল, আভানগার্দ ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু সারমাতের কোনও জুড়ি নেই বলে দাবি পুতিনের।  

গত মার্চ মাসে ইউক্রেনের বিরুদ্ধে কিনঝল ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। তার জন্য আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। বুধবার সারমাতের সফল পরীক্ষার পর বিবৃতি দিয়ে দেশবাসীকে অভিনন্দন জানান পুতিন। তিনি বলেন, সারমাত আান্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য সকলকে অভিনন্দন। এই ক্ষেপণাস্ত্র সত্যইই অনন্য। যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি করবে এই ক্ষেপণাস্ত্র। বহির্শত্রুর হাত থেকে রাশিয়াকে নিরাপত্তা দেবে। আগ্রাসী মনোভাব দেখিয়ে রাশিয়াকে হুমকি দেওয়ার আগে দু’বার ভাবতে হবে শত্রুপক্ষকে।”

পৃথিবীর যে কোনও প্রান্তে আঘাত হানতে পারে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে সফল ভাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।  তারা জানায়, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিরিখে সারমাত বিশ্বের সমস্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্র দেশের পরমাণু শক্তিকে আরও মজবুত করে তুলবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম।  এই ক্ষেপণাস্ত্রের ওজন  প্রায় ২০০ টন। একসঙ্গে একাধিক যুদ্ধাস্ত্র ছুড়তে পারে সারমাত। এটি পৃথিবীর যে কোনও প্রান্তে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

এদিকে, মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, রাশিয়ার নতুন ভারী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাত একসঙ্গে ১০ কিংবা তারও অধিক ওয়ারহেড বহনে সক্ষম। গত কয়েক বছর ধরে রাশিয়া এই অস্ত্র তৈরির প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

Link copied!