বিশ্বে একদিনে আরও ৬৪৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:৩৫ পিএম

বিশ্বে একদিনে আরও ৬৪৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৩৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৮৭৮ জন। আগের দিন ৯ হাজার ৬৮ জনের মৃত্যু ও সংক্রমিত হন ১৯ লাখ ৯৯ হাজার ২২৩ জন।

মঙ্গলবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ২৪৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৬ হাজার ৭৪৮ জনে। এসময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৩৩ কোটি ২৯ লাখ ৮১ হাজার ৩৮১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাশিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ৭০৬ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে রাশিয়ার পরই জার্মানির অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৮ হাজার ২১৬ জন, মারা গেছেন ৪৭ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় দেশটি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন, মারা গেছেন ১২২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৪৫ হাজার ১৮২ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩৪ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৪ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৮৯৯ জন।

Link copied!