বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান : মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২২, ০৪:৫০ এএম

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান : মার্কিন প্রেসিডেন্ট

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান এমনটাই মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কোনো সমন্বয় ছাড়াই দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক কংগ্রেসনাল কম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই বক্তব্য নিয়ে শনিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

বাইডেন বলেন, বিশ্ব খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমি সত্যিই বিশ্বাস করি যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, এটি কোনো তামাশা নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে নজর রাখছে কী করি আমরা।

বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যা আগে কখনো ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর আপনার মধ্যে কেউ কখনো ভেবেছেন একজন রাশিয়ান নেতা থাকবেন, যিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন? এটি তিন থেকে চার হাজার মানুষকে হত্যা করতে পারে। কেউ কখনো ভেবেছিল যে আমরা এমন পরিস্থিতিতে পড়ব।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা উল্লেখ করে বাইডেন আরও বলেন, শি জানেন তিনি কী চান। তবে তার বড় ধরনের সমস্যা আছে। কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন, যেখানে চীন রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করবে? 

এ দিকে, বাইডেনের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো একবার নয়, একাধিকবার পাকিস্তানের পরমাণুব্যবস্থা পর্যবেক্ষণ করেছে। আর তারা বলেছে, আমাদের নিয়ন্ত্রণ অটুট আছে। এখানে সব ধরনের সুরক্ষা আছে। 

Link copied!