বুরকিনা ফাসোয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ১১

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২১, ০১:০৮ পিএম

বুরকিনা ফাসোয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ১১

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলায় নিহত কমপক্ষে ১১ পুলিশ সদস্য। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৪ জন। মঙ্গলবার (২২ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতি অনুসারে, দেশটির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে পুলিশের একটি ইউনিটের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ইরগাও এলাকায় ত্রাণ বিতরণের সময় তাদের ওপর চালানো হয় হামলা। নিখোঁজদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি অভিযান। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কম্পাউরে জানিয়েছেন,ইরগৌ শহরে ত্রাণ কার্যক্রমের সময় ওই কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ওই শহরে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে।

জুনের শুরুতেই অঞ্চলটিতে হয়েছে বড় ধরনের সহিংসতা। সেসময় প্রাণ হারান কমপক্ষে ১৬০ জন; ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অন্তত ৭ হাজার পরিবার। দেশটির সরকারের হিসাবেই আঞ্চলিক সহিংসতায় চলতি বছর গৃহহীন হয়েছেন দেড় লাখের মতো মানুষ। যাদের ৮৪ শতাংশই নারী ও শিশু।

এর আগে গত মে মাসে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা হামলার সময় গ্রামের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। সে সময় পালানোর চেষ্টা করা লোকজনকে এলোপাতাড়ি গুলি করা হয়। বিদ্রোহীরা পুরো গ্রাম ঘিরে রাখে এবং লোকজনকে হত্যা করতে বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা বেছে বেছে সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা সদস্যদের ওপরই হামলা চালিয়ে থাকে।

২০১৫ সাল থেকেই এ ধরনের সহিংসতার সঙ্গে লড়াই করছে বুরকিনা ফাসো। দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

 

 

Link copied!