ব্রাজিলে বন্যায় ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ০১:৪৮ এএম

ব্রাজিলে বন্যায় ১৮ জনের মৃত্যু

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যে কয়েক সপ্তাহের ভারি বৃষ্টিপাতের মধ্যে বাঁধ ভেঙে দুই শহর প্লাবিত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর কথা জানা গেছে। একইসঙ্গে, ২৮০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকালে এর ১০০ কিলোমিটার উত্তরে জুসিয়াপিতে বাড়তে থাকা পানির চাপে দ্বিতীয় আরেকটি বাঁধ ভেঙে পড়ে। এরপর ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়।

এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা উপকূলীয় ইতারবুনা শহরের কেন্দ্রস্থলে বন্যার ডুবে থাকা বাড়িগুলো থেকে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতারবুনার ভেতর দিয়ে চলে যাওয়া কাশোয়েইরা নদী ৫০ বছরের মধ্যে সবচেয়ে উঁচু দিয়ে বইছে।

বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদোরে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরে গড়ের চেয়ে ছয় গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে ওই অঞ্চলে, সে কারণে এই বন্যা।

Link copied!