ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:০৯ পিএম

ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

ব্রাজিলে ভারি বৃষ্টি থেকে হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েকশ মানুষ। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এ বন্যার সৃষ্টি হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে- বন্যা ও ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। 

সাউ পাউলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন।    

ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাবেন তিনি। 

এদিকে, প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সাথে সংযোগ সংস্কার করা হচ্ছে। দেশটিতে কার্নিভাল উৎসবে যোগ দিতে গিয়ে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক।

Link copied!