ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২২, ০১:৩৫ এএম

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড় থেকে প্রতিদ্বন্দ্বিরা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক।

সোমবার প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে যান ঋষি সুনাক। এদিন টুইটারে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অপর প্রার্থী পেনি মরড্যান্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ‘হাউস অফ কমন্স’-এ কনজারভেটিভ পার্টির (টোরিও বলা হয়) ৩৫৭ জন সাংসদের অর্ধেকেরও বেশি ঋষি সুনাকের (Rishi Sunak) পক্ষে ভোটদান করেন। লড়াইয়ে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম ১০০ জন এমপির ভোট টানতে ব্যর্থ হয়েছেন পেনি মরড্যান্ট।

সোমবার ব্রিটেনের স্থানীয় সময় ২টার ঠিক আগ মুহূর্তে পেনি মর্ডান্ট নাম প্রত্যাহার করার পরে সুনাকই ছিলেন একমাত্র প্রার্থী।

Link copied!