ভারতীয় পাসপোর্টসহ ‘বাংলাদেশি’ আটক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৮, ২০২১, ০৪:৪১ পিএম

ভারতীয় পাসপোর্টসহ ‘বাংলাদেশি’ আটক

ভারতের কর্ণাটক রাজ্যের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বৈধ ভারতীয় পাসপোর্টসহ এক ‘বাংলাদেশি’ নাগরিককে আটক করা হয়েছে। জানা যায়, খোকন দাশ নামে ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক হয়েও অবৈধভাবে গত ১৯ বছর ধরে সপরিবারে কলকাতায় বসবাস করছিলেন। এমনকি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে প্রায় এক দশক কাটিয়ে এসেছেন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে খোকন বলেছেন, তিনি ২০০২ সালে অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। জীবিকার জন্য তখন ছোটখাটো কাজ করতেন তিনি। পরবর্তীতে তিনি ভারতীয় পরিচয়পত্র এবং বৈধ পাসপোর্ট জোগাড় করে ফেলেন। এরপর ওমানের রাজধানী মাসকটে গিয়ে প্রায় ১০ বছর গাড়িচালকের কাজ করেছেন।

ভারতীয় কর্মকর্তারা জানান, খোকন দাশ তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দু’বার বাংলাদেশে এসেছিলেন- ২০১৪ ও ২০১৯ সালে। এটি থেকেই সন্দেহ হয় ইমিগ্রেশন কর্মকর্তাদের। তারা খোকনের কাছে বাংলাদেশ ভ্রমণের কারণ জানতে চান এবং ঘটনাক্রমে গত ১৯ বছর ধরে অবৈধভাবে তার ভারতে বসবাসের বিষয়টি উঠে আসে।

জানা গেছে, খোকনের বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইনের বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছেন।

সূত্র: দ্য হিন্দু।

 

 

Link copied!