ভারতে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৭, ২০২১, ১১:০২ পিএম

ভারতে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত। সোমবার (৭ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের  রিপোর্ট অনুযায়ী, ফের অনেকটা নীচে নেমেছে দৈনিক করোনা সংক্রমণ।

সোমবার গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ২ হাজার ৪২৭ জন। সোমবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭৪ হাজার ৩৯৯ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ি, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা রয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ১৮০ জন। অন্যদিকে, দেশে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জন মারা গেছেন।  

দেশের করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরোদমে চলছে ভ্যাকসিনের কাজ। দেশটিতে এখন পর্যন্ত ২৩ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৪৮২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতের বিশেষজ্ঞদের মতে, বিধিনিষেধ, লকডাউন ও মাস্ক পরার সচেতনতা বেড়ে যাওয়ার কারণে ক্রমশ নিম্নমুখী সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তবে এখনই নিয়মের রাশ আলগা করলে চলবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বরং অনেক বেশি জোর দিতে হবে টিকাকরণে। তবেই রোখা সম্ভব হবে তৃতীয় ঢেউকে।

করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় লকডাউনের খোলস ছেড়ে বেরিয়ে আসছে বিভিন্ন শহর ও রাজ্যগুলি। তবে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখছেন বেশিরভাগ মানুষ। এই সচেতনতা মেনে চললে হয়তো ঠেকিয়ে দেওয়া যাবে তৃতীয় পর্যায়ের সংক্রমণ।

Link copied!