ভারতে ফের ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৪:২৯ পিএম

ভারতে ফের ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান

ভারতের আকাশে আবারও মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে। এতে বিমানের পাইলট মারা গেছেন।নিহত পাইলটের নাম হারশিত সিনহা। তিনি বিমান বাহিনীতে উইং কমান্ডার পদে কর্মরত ছিলেন।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিগ-২১ যুদ্ধবিমানটি প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে বিধ্বস্ত হয়।  বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ভারতের আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার বিধ্বস্ত হওয়া বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সর্বাধুনিক বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পায় ভারত।

মিগ সিরিজের বিমান ভেঙে পড়ার ঘটনা ভারতে নতুন কিছু নয়। ‘ফ্লাইং কফিন’ তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে অনেক পাইলটের জীবন প্রদীপ নিভে গেছে। গত মে মাসে বিমানসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়েছিল একটি মিগ-২১ বিমান।

প্রসঙ্গত, চলতি বছরে এনিয়ে চারটি মিগ-২১ বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। চলতি বছরের গত মার্চ মাসে ভেঙে পড়ে একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয় সেটি। ওই ঘটনায় বিমানসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মারা যান। এর আগে জানুয়ারি মাসে রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়ে। তবে সৌভাগ্যক্রমে চালক প্রাণে বেঁচে যান।

Link copied!