ভারতে বাড়ছে কোভিড; বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৯, ২০২৩, ০৬:৫৭ পিএম

ভারতে বাড়ছে কোভিড; বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক ব্যবহার

করোনা সংক্রমণের ঢেউ লেগেছে ভারতে। যেখানে এক মাস আগেও দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল পাঁচশরও নিচে, সেখানে বর্তমানে ৬ হাজারের অধিক ছাড়িয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত কয়েক দিনে দ্রুত বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। সংক্রমণের নতুন ঢেউয়ের শঙ্কায় কয়েকটি রাজ্য আবারও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে অন্য রাজ্যগুলোতেও।

এ সপ্তাহের শুরুতেই একটি পর্যালোচনা সভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং হাসপাতালগুলো প্রস্তুত আছে কি না, তা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন।

সেজন্য সোম ও মঙ্গলবার ভারতের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার পুরো ভারতে ৬ হাজার ১৫৫ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, শুক্রবার নতুন রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৫০ জন।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভারতে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। এই সংখ্যাও গত কয়েক দিন ধরে দ্রুত বাড়ছে। শনিবার মৃত্যু হয়েছে ১১ জন কোভিড রোগীর। 

ভারতে সর্বশেষ করোনাভাইরাসের বিএফ.৭ ধরনটির প্রকোপ দেখা গিয়েছিল, যা আসলে ওমিক্রনের একটি উপ ধরন। আর এখন ওমিক্রনের আরেকটি উপ ধরন এক্সবিবি১.১৬ এর কারণে সংক্রমণ বাড়ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, উপ ধরনগুলো দ্রুত ছড়ালেও অতীতে খুব বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায়নি। সুতরাং আতঙ্কিত না হয়ে সবার সতর্ক থাকা এবং কোভিড বিধি মেনে চলা দরকার।  

হরিয়ানা ও পুদুচেরি রাজ্যে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কেরালায় গর্ভবতী নারী এবং বয়স্কদের মাস্ক পরে চলাফেরা করতে বলেছে। উত্তর প্রদেশে বিমানবন্দরগুলোতে বিদেশি যাত্রীদের স্ক্রিনিং জোরদার করতে বলা হয়েছে। যেসব নমুনায় কোভিড পজিটিভ আসবে, তার সবগুলোই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে বলা হয়েছে।   

Link copied!