তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৫:৪০ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২০ হাজার

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ২০ হাজার। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) রাতে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তুরস্কে ১৬ হাজার ৫৪৬ জন এবং সিরিয়ার ৩ হাজার ১৬২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, তুরস্ক ও সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া হাজার হাজার মানুষ বৃহস্পতিবারও শীত, ক্ষুধা ও হতাশার মধ্যে দিন অতিবাহিত করছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, সময় যতো পেরুচ্ছে ততই ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধারের আশা ম্লান হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক-সিরিয়ার বেশ কয়েকটি শহর। দেখলে মনে হবে যেনো ধ্বংসস্তুপ। উদ্ধার কাজ চলছে পুরোদমে। মৃত্যুমিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ২ কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছেন বলে জানিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র জরুরি কর্মকর্তা আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

Link copied!