ভূমিকম্প: তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০২:০৭ এএম

ভূমিকম্প: তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ঘোষণা দেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জরুরি অবস্থার ঘোষণা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, শুধুমাত্র তুরস্কে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫৪৯-এ দাঁড়িয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, ১০টি শহরকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বিশ্বের ৭০টি দেশ তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, ভূমিকম্পে ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছে এবং প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ২ কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছেন বলে জানিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র জরুরি কর্মকর্তা আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

 

 

Link copied!