ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৯:০২ এএম
তুরস্কে ৬ ফেব্রুয়ারি হয়ে যাওয়া ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃত্যু হয়েছে ৪১ হাজারেরও বেশি মানুষের। লাখ লাখ মানুষ আহত অবস্থায় খোলা জায়গায় তীব্র ঠান্ডায় দুর্ভোগে আছেন। এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে নতুন করে সবকিছু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।
তুরস্কের হাতেই প্রদেশের প্রায় অর্ধেক ভবন ভূমিকম্পে ধসে গেছে ও বসবাসের অনুপযোগী হয়ে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, তুরস্ক সরকার ক্ষতিগ্রস্ত ওই ভবনগুলো দ্রুত ভেঙে ফেলে পুনর্নির্মাণ কাজ শুরু করার কথা বলেছে।
দেশটির পরিবেশ ও নগরায়নমন্ত্রী মুরাত কুরুম এক টুইটে বলেন, ‘যেসব ভবন ভাঙা প্রয়োজন আমরা দ্রুতই সেগুলো ভেঙে ফেলে নিরাপদ বাড়ি তৈরির কাজ শুরু করব।'