ভূমিকম্পের ২ দিন ৪ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুকে জীবিত উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৯:৪৪ পিএম

ভূমিকম্পের ২ দিন ৪ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশ দুটির কয়েক ডজন শহর। প্রতি ঘন্টায় বেড়ে চলেছে মরদেহের সারি। এখনও চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে ভূমিকম্পের ৫২ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ  থেকে ৮ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হাতায় শহরে কয়েক ঘণ্টার চেষ্টার পর ওই শিশুকে উদ্ধার করা হয়।

বিবিসি ও সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, হাতায় শহরের একটি ভবনে মা-বাবার সঙ্গে থাকত ওই শিশু। ভূমিকম্পে ওই ভবনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশুটিসহ তার পরিবার। পরে ৫২ ঘণ্টা পর উদ্ধারকারীরা শিশুটিকে জীবিত উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়।  এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশে মৃত্যুসংখ্যা ১১ হাজার ছাড়িয়ে  গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের ধারণা, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ২ কোটি ৩০ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে।

Link copied!