মমতার বিরুদ্ধে ‘জাতীয় সঙ্গীত’ অবমাননা মামলা, রায় ১২ জানুয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ১২:৫২ এএম

মমতার বিরুদ্ধে ‘জাতীয় সঙ্গীত’ অবমাননা মামলা, রায় ১২ জানুয়ারি!

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা 'জাতীয় সঙ্গীত' অবমাননা মামলায় আগামী ১২ জানুয়ারি রায় দিতে পারেন আদালত। আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তাঁর বিরুদ্ধে মাঝপথে জাতীয় সঙ্গীত থামিয়ে মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে মামলা করেন বিজেপির এক নেতা। ১২ তারিখ সেই মামলারই রায় দেবে মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত।

হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত গীতিকার ও কবি জাভেদ আখতারের ব্যবস্থাপণায় ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজন।

স্থানীয় শাখা বিজেপির বিজেপির সম্পাদকের অভিযোগ,১ ডিসেম্বর অনুষ্ঠান চলাকালীন মমতা প্রথমে বসে, তার পর উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। বিরোধীদের দাবি, পুরো জাতীয় সঙ্গীত না গেয়েই হঠাৎ জাতীয় সঙ্গীত থামিয়ে দিয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। এতে আপত্তি জানিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করেন মুম্বাই বিজেপির সম্পাদক।

তাঁর অভিযোগ থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর পরই তাঁরা নগর দায়রা আদালতে আবেদন জানান। সেই মামলার রায় দিতে পারে আদালত।

Link copied!